ঘরবাড়ির উপর ভেঙ্গে পড়েছে গাছবান্দরবানের লামা উপজেলায় গাছ পড়ে ক্যাচিংথোয়াই (৪৫) নামে একজন মারা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার বিকালে ঘূর্ণিঝড় মোরা এর তান্ডবে গাছ চাপা পড়ে ক্যাচিংথোয়াই মার্মা এর উপর। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেপার করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ক্যাচিংথোয়ই মার্মা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের বৈদ্য ভিটা গ্রামের বাসিন্দা মৃত অংবাই মার্মার ছেলে। লামার রুপসীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাটিং প্রু মার্মা বিষয়টি নিশ্চত করেন।