লামায় চোলাই মদসহ দুই নারী আটক

NewsDetails_01

পাচারের সময় বান্দরবানের লামা উপজেলায় দেশে তৈরি চোলাই মদসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা চেকপোষ্টে একটি গাড়িতে তল্লাশী চালিয়ে তাদেরকে ৫৫লিটার মসদসহ আটক করা হয়। আটকরা হলো- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খনসা বাজারের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের স্ত্রী রশিদা (৫২) ও সাইদুর রহমানের মেয়ে রিয়া আক্তার (২১)।
সূত্র জানায়, লামা উপজেলার একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পাড়া থেকে মদ সংগ্রহ করে শনিবার বিকাল ৪টার দিকে আটক দুই নারী একটি জীপগাড়ি যোগে চকরিয়া উপজেলায় যাচ্ছিল; এমন সংবাদের ভিত্তিতে সড়কের ইয়াংছা চেক পোষ্টে কর্মরত পুলিশ সদস্যরা চকরিয়াগামী ওই জীপগাড়িতে তল্লাশী চালায়। এ সময় ৫৫ লিটার চোলাই মদসহ দুই নারীকে আটক করে পুলিশ। পরে আটকৃতদেরকে মদসহ থানায় সোপর্দ করা হয়।
মদসহ দুই নারীকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাশ বলেন, আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন