বান্দরবানের লামা উপজেলার আজিজনগর হেডম্যান পাড়া থেকে চোলাই মদ পাচার কালে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মো: জাহেদ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে লামা উপজেলার আজিজনগর ক্যাম্প ইনচার্জ মো: লিয়াকত আলীসহ পুলিশের একটি দল আজিজনগরের হেডম্যান পাড়া থেকে মদ পাচার কালে চুনতি ইউনিয়নের দক্ষিন সাতগড় নোয়াপাড়া ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো: জাহেদকে আটক করে। এসময় তার কাছে থাকা স্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে স্যালাইনের ব্যাগে ভরা ২০ লিটার চোলাই মদ উদ্ধার করে। যাহার আনুমানিক বাজার মূল্য ৪হাজার টাকা।
আজিজনগর ক্যাম্প ইনচার্জ মো: লিয়াকত আলী বলেন, সে দীর্ঘদিন ধরে মদ পাচারের সাথে জড়িত,গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।