লামায় দিনব্যাপী কারিতাসের মৎস্য ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ

NewsDetails_01

স্বাস্থ্য বিধি মেনে বান্দরবানের লামা উপজেলায় বেসরকারী সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী মৎস্য ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জুন) উপজেলার লামা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি চিউনীমুখ বৈদ্য পাড়ায় প্রকল্পের উপকারভোগীদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্টিত হয়।

NewsDetails_03

এতে এগ্রো ইকোলজি প্রকল্পের জুনিয়র কর্মকর্তা উসিনু মারমা, মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার, হিউম্যানটারিয়ান ফাউন্ডেশনের উপজেলা কো অডিনোটর বীর সিংহ, সিনিয়র মাঠ সহায়ক থোয়াইসাং প্রমুখ উপস্থিত ছিলেন।

কিভাবে পাহাড়ে মাছ ও কৃষি কাজ করা যায়, প্রশিক্ষণে সে বিষয়ে উপকারভোগীদেরকে বিস্তারিত ধারণা দেন উপস্থিত প্রকল্প কর্মকর্তারা।

আরও পড়ুন