শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে পান্তা ভোজনে মিলিত হয়। পরে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এতে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহী নেওয়াজ, ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক থুইনু মং মার্মা বিশেষ অতিথি ছিলেন। এসময় শিল্পীদের পাশাপাশি মঞ্চে নির্বাহী কর্মকর্তা খিনওয়ান নু ও স্বাস্থ্য কর্মকর্তা ডা: উইলিয়াম লুসাই গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তুলেন।