লামায় পাহাড় ধসে এক পরিবারের শিশুসহ ৩ জনের মৃত্যু

NewsDetails_01

পাহাড় ধস (ফাইল ছবি)
বান্দরবানের লামা উপজেলায় এক পরিবারের শিশুসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি কালাইয়া পাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, কালাইয়া পাড়ার বাসিন্দা মো. মাঈন উদ্দিনের ছেলে মো. হানিফ (৩০), হানিফের স্ত্রী রেজিয়া খাতুন (২৫) ও মেয়ে হানিফা আক্তার (৩)।
স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার সকাল থেকে টানা বর্ষণ শুরু হয়। এ সময় মঈন উদ্দিনের বসতঘরের ওপর আচমকা পাহাড় ধসে পড়ে। এতে ঘুমন্ত মো. হানিফ, তার স্ত্রী ও সন্তান মারা যায়। খবর পেয়ে স্থানীয়রা মৃতদের লাশ উদ্ধার করেন।
পাহাড় ধসে শিশুসহ ৩ জনের মৃত্যুর সত্যতা সরই ইউনিয়ন পরিষদ সদস্য মো. আশ্রাফ আলী নিশ্চিত করে বলেন, নিহতদের ঘর থেকে পাহাড় প্রায় ২০০ফুট দূরে। এত দূর থেকে পাহাড়ে মাটি এসে মাটির ঘর চাপা পড়ে মৃত্যুর ঘটনা আশ্চার্য জনক। এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, পাহাড় ধসে শিশুসহ ৩ জনের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি ।

আরও পড়ুন