বান্দরবানের লামা উপজেলায় বালু ভর্তি একটি পিকআপের ধাক্কায় মোমেনা বেগম (৯০) নামের এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। শনিবার সকালে লামা-আলীকদম সড়কের হরিণঝিরি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মোমেনা বেগম হরিণঝিরি গ্রামের বাসিন্দা মৃত আবদুল আজিজের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, একটি পিকআপ গাড়ি বালু বোঝাই করে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আলীকদম যাচ্ছিল। এ সময় গাড়িটি সড়কের হরিণঝিরি এলাকা নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মোমেনাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মোমেনাকে মৃত ঘোষনা করেন।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন পিক-আপের ধাক্কায় মোমেনা বেগম নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।