লামায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ শুরু

purabi burmese market

লামায় প্রাণি সম্পদ সপ্তাহের র‌্যালী
বান্দরবানের লামা উপজেলায় তিন দিনব্যাপী প্রাণি সম্পদ সেবা সপ্তাহ পালন শুরু হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে ‘বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহর প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় চত্বরে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
সেখানে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চেীধুরী। প্রাণি সম্পদ দপ্তরের এফ.এ.এ.আই মহসিন রেজা মাসুদের সঞ্চালনায় এতে উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু, সহকারি কমিশনার (ভুমি) মো. সায়েদ ইকবাল, বান্দরবান জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল,মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদ পারভেজ রাজু, কৃষি কর্মকর্তা নূরে আলম, পৌরসভার কাউন্সিলর মো. সাইফুদ্দিন বিশেষ অতিথি ছিলেন। শেষে উপস্থিত অতিথিরা কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পোল্ট্রি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি আবু মঞ্জুর ও সহ সভপতি নুর মোহাম্মদ মিন্টু। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার বলেন, তিন দিন ব্যাপী দিবসের মধ্যে ২৩ জানুয়ারী উপজেলার গজালিয়া ইউনিয়নের হেডম্যান কার্যালয় সংলগ্ন মাঠে বিনামূল্যে গবাদি পশু চিকিৎসা সেবা ও টিকাদান কর্মসূচী, ২৪ জানুয়ারী নুনারবিল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচীতে ছাত্র ছাত্রীদেরকে ডিম খাওয়ানো। এছাড়া দিবসটি উপলক্ষে ২০ জানুয়ারী থেকে ২৪ জানুয়ারী পর্যন্ত অফিস চলাকালীন সময়ে বিনামূল্যে গবাদিপশু চিকিৎসা ও কৃত্রিম প্রজনন সেবা প্রদান কর্মসূচী চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।