স্থানীয় সূত্র জানায়, আলীকদম সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে পৌরসভার ছাগল খাইয়া এলাকায় অভিযান চালায়। এ সময় যাত্রী ছাউনি থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাগে ভর্তি একটি দেশীয় তৈরি কাটা বন্দুক, একটি কম্বেট কালারের প্যান্ট, ১টি কালো রঙের হেড ও এক জোড়া কালো প্লাষ্টিকের নাগরা জুতা উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত অস্ত্রসহ সরঞ্জামাদি থানায় সোপর্দ করে সেনাবাহিনী। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। বন্দুকসহ সরঞ্জামাদি উদ্ধারের সত্যতা লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা নিশ্চিত করেন।