লামায় বালুর ডাম্পার গাড়ি চাপায় কিশোর নিহত

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় বালু পরিবহনের কাজে নিয়োজিত এক ডাম্পার গাড়ি চাপায় জয়নাল আবেদীন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন।

রবিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাফেরঘাটা-ডুলহাজারা সড়কের রইঙ্গারছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জয়নাল আবেদীন ইউনিয়নের রইঙ্গারঝিরি এলাকার বাসিন্দা খলিলুর রহমানের ছেলে।

NewsDetails_03

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রবিবার সকাল ১০টার দিকে একটি ডাম্পার গাড়ি খুটাখালী ছড়া থেকে বালু আনতে যাওয়ার সময় রইঙ্গারঝিরি এলাকায় পথচারী জয়নাল আবেদীনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় কিশোর জয়নাল আবেদীন।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি । এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন