লামায় ৪টি বন্দুকসহ দুই যুবক আটক

বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে ৪টি অবৈধ গাদা বন্দুকসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব ৭ এর সদস্যরা। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ছোট পাড়া এলাকার একটি বাগান থেকে আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে অস্ত্রসহ আটক করা হয়। আটকরা হলো, ইয়াংছা ছোট পাড়ার বাসিন্দা সাজু মার্মার ছেলে কালাই মার্মা (৩২) ও পাগলীর আগা গ্রামের বাসিন্দা মৃত ফারুক আহমদের ছেলে কালু মিয়া (৩০)।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে একটি সন্ত্রাসী দল বিভিন্ন সময় এলাকায় চাঁদাবাজী, অপহরণসহ নানা অপকর্ম চালিয়ে আসছে; এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর কক্সবাজার শাখার সদস্যরা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইয়াংছা ছোট পাড়ার নিচের একটি বাগানে অভিযান চালায়। এ সময় দেশে তৈরি ৪টি গাদা বন্দুকসহ দুইজনকে আটক করেন। পরে প্রাথমিক জিঙ্গাসাবাদ শেষে আটকদেরকে বন্দুকসহ লামা থানায় সোপর্দ করে র‌্যাব সদস্যরা।
চারটি গাদা বন্দুকসহ দুই যুবককে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন