পার্বত্য জেলার শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘পাহাড়বার্তা ডটকম’ এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবানের লামা উপজেলায় শনিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় পালিত হবে।
বান্দরবানের লামা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল।
লামা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.জাহেদ উদ্দিন ও মিল্কি রাণী দাশ, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা,পাহাড় বার্তা’র বার্তা সম্পাদক সৈকত দাশ, লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় আইচ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ অতিথি থাকবেন।
প্রসঙ্গত,সাংবাদিক সাদেক হোসেন চৌধুরীর সম্পাদনায় তিন পার্বত্য জেলার জেলা ও উপজেলায় এক ঝাঁক অভিজ্ঞ ও তরুণ সংবাদকর্মী নিয়ে ২০১৭ সালের ১১ আগস্ট পার্বত্য জেলার জনপ্রিয় এই অনলাইন নিউজ পোর্টালের যাত্রা শুরু হয়।