সংকট মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে : কুজেন্দ্র লাল ত্রিপুরা

করোনা ভাইরাস প্রতিরোধে টানা ছুটিতে কর্মহীন মানুষদের জন্য পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের দেয়া ত্রাণ সহায়তা বিতরণ শুরু হয়েছে খাগড়াছড়িতে। আজ বৃহস্পতিবার (২মার্চ) দুপুরে খাগড়াছড়ি সদরের কদমতলী এলাকায় গরীব দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

গরীব দুস্থ ছাড়াও কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিক,পত্রিকার হকারসহ নিন্মআয়ের বিভিন্ন মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হচ্ছে। খাগড়াছড়ির ১০ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে বলে জানিয়েছে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

NewsDetails_03

সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় বিশ্বের অনেক ক্ষমতাধর রাষ্ট্র হিমশিম খাচ্ছে। বাংলাদেশের মতো একটি দেশ এ পরিস্থিতি মোকাবেলায় আগাম সর্তকতা গ্রহণ করেছে। সরকার সাধারণ ছুটি ঘোষণা দিয়েছে। ছুটিতে কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে সাধ্যমতো চেষ্টা চলছে। শুধুমাত্র সরকারের প্রতি তাকিয়ে থাকলে চলবে না। যার যার অবস্থান থেকে এ সংকট মোকাবেলায় এগিয়ে আসতে হবে।

পার্বত্য জেলা পরিষদ ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আজও বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন