সাজেকে চাঁদের গাড়ি খাদে: নিহত ১, আহত ১৩

purabi burmese market

%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%beরাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের ইউনিয়নের দাঁড়ি পাড়া নামক স্থানে একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ঘটনাস্থলে একজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। নিহত ব্যাক্তির নাম মো: টিটু মিয়া (৩৫)। তার বাড়ি নারায়নগঞ্জ উপজেলার চাষারা গ্রামে।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। দূর্ঘটনা কবলিত গাড়টির নাম্বার রাঙামাটি ব-১৭৩৯। চালকের নাম মো: জাকির।
সাজেক ভ্যালীর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আহতরা সকলে নারায়নগঞ্জ থেকে গতকাল বৃহস্পতিবার সাজেকে ভ্রমণে আসে এবং আজ চলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে বাঘাইহাট জোনের সেনাবাহিনীরা আহতদের উদ্ধার করে বাঘাইহাট জোনে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তী খাগড়াছড়ি সদর হাসপাতালে তাদের প্রেরণ করে।
মাচালং থানার অফিসার ইনচার্জ নুরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।