সুইডেন চাকমার ফাঁসি ও সুপ্রদীপ চাকমার অপসারণের দাবিতে মানববন্ধন

NewsDetails_01

অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার অপসারণ ও আল্লাহ এবং আল্লাহ রাসূল (স.) কে নিয়ে কটুক্তি করার দায়ে সুইডেন চাকমার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী আন্দোলন।

গত শুক্রবার ৩০ আগষ্ট, বিকালের দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী আন্দোলনের উপদেষ্টা হাফেজ ক্বারী হারুনুর রশিদ, উপদেষ্টা মুফতি শামিম হোসেন ফারুকী, ইমাম ও ওলামা কমিটির পক্ষে কাজী মো. সলিম উল্লাহ, হেফাজত ইসলাম, জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলনের নেতারা বক্তব্য দেন।

NewsDetails_03

প্রতিবাদ সমাবেশে, শহস্রাধিক স্থানীয় জনসাধারণ ও ধর্মপ্রাণ মুসলমান বিভিন্ন ব্যানারে উপস্থিত হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল(স.) নিয়ে কটুক্তি করার অপরাধে সুইডেন চাকমা কে গ্রেফতার করে অবিলম্বে তার সর্বোচ্চ শাস্তির

দাবি করেন তারা। একই সাথে চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বসবাসকারী মুসলমানদের অ-পাহাড়ি বলে অবমাননা মূলক বক্তব্য দেয়ার অপরাধে তাঁর অপসারণ দাবি করেন তারা।

অনুষ্ঠানে, সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান সহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন