আজ রবিবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বোমাং সার্কেল হেডম্যান এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এর মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।
বান্দরবানের বোমাং সার্কেল হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিমংপ্রু এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচী ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বোমাং সার্কেল হেডম্যান এসোসিয়েশনের সাংগঠনিক হেডম্যান উনিহ্লা মারমা, সহ-সাংগঠনিক সম্পাদক হেডম্যান মংনু মারমা, আলেক্ষ্যং মৌজার হেডম্যান সাশৈপ্রু, সুয়ালক মৌজার হেডম্যান মংথোয়াইচিং, চেমী মৌজার হেডম্যান পুলু প্রু সহ বিভিন্ন সকল মৌজার হেডম্যানরা।