১৪৫ পরিবারকে ত্রাণ সহায়তা দিল কাপ্তাই কৃষকদল

বাংলাদেশ কৃষক দল রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণে কর্মহীন হয়ে পড়া ১৪৫ টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২মে) রাইখালী কন্তাকাটা জামে মসজিদ সংলগ্ন মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ।

NewsDetails_03

উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম মেম্বার এর সভাপতিত্বে এই সময় রাংগামাটি জেলা বিএনপির উপদেষ্টা ডা: রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউসুফ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম হাবীব মিলু, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো: আলম, ছাত্রদল নেতা মো: শাহাদাত হোসেন, রাইখালী ইউনিয়ন বিএনপির সিনিয়ার সহ সভাপতি প্রকৌশলী মো: ইউনুচ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুরুল হক( বাচা), ইউনিয়ন তৃনমূল দলের সাধারণ সম্পাদক মো: মাহাবুব আলম সহ দলের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।

উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম মেম্বার জানান, এর আগে দুই দফায় শতাধিক হত দরিদ্রদের মাঝে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন