বাংলাদেশ কৃষক দল রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণে কর্মহীন হয়ে পড়া ১৪৫ টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২মে) রাইখালী কন্তাকাটা জামে মসজিদ সংলগ্ন মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ।
উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম মেম্বার এর সভাপতিত্বে এই সময় রাংগামাটি জেলা বিএনপির উপদেষ্টা ডা: রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউসুফ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম হাবীব মিলু, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো: আলম, ছাত্রদল নেতা মো: শাহাদাত হোসেন, রাইখালী ইউনিয়ন বিএনপির সিনিয়ার সহ সভাপতি প্রকৌশলী মো: ইউনুচ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুরুল হক( বাচা), ইউনিয়ন তৃনমূল দলের সাধারণ সম্পাদক মো: মাহাবুব আলম সহ দলের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।
উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম মেম্বার জানান, এর আগে দুই দফায় শতাধিক হত দরিদ্রদের মাঝে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।