আলুটিলা পর্যটনের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপন উদ্বোধন

NewsDetails_01

খাগড়াছড়ির আলুটিলা পর্যটনের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আলুটিলা পর্যটন কেন্দ্রের পাহাড়ের ঢালুতে বৃক্ষরোপণ করা হয়েছে।

NewsDetails_03

আজ বৃহস্পতিবার ৬ জুলাই বিকেল ৪টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে আলুটিলা পর্যটন কেন্দ্রের বৃক্ষরোপন উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান। এ সময় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ১টি বাগান বিলাসের চারা রোপন করে বৃক্ষরোপনের উদ্বোধন করেন।

খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম,খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: হুমায়ন কবির, খাগড়াছড়ি বন বিভাগের সহকারি বন সংরক্ষক মো: শহিদুল হাওলাদার, খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) আব্দুল্লাহ আল ইমরান সহ বন বিভাগের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন