কাপ্তাইয়ের গলিত অবস্থায় পাহাড়ীর মরদেহ উদ্ধার

NewsDetails_01

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ডংনালা এলাকায় প্রায় ৪ কিলো মিটার ভিতরে আজ শুক্রবার বিকেল ৫টায় দূর্গম চন্দনী পাহাড়ের উপর পাড়ে অজ্ঞাত (বয়স ৩৮) এক উপজাতীয় যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চন্দ্রঘোনা থানা সুত্রে জানা যায়, রাইখালী ইউনিয়নের ডংনালা এলাকায় প্রায় ৪’কিলোমিটার ভিতরে দূর্গম চন্দনী পাহাড়ের লাকড়ি কাটতে গিয়ে গলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। এসময় যুবকটির পড়নে ১’টি শর্ট প্যান্ট ও পাশেই ছেড়া একটি গ্যাঞ্জি সহ পাওয়া গিয়েছে দু’টি লাঠি। যেখানে তার লাঁশ পাওয়া গিয়েছে তার চারচাশে ছড়িয়েছে ভয়াবহ দুর্গন্ধ। মাটিতেও পোকা ধরে একাকার। হয়তো অন্য কোথাও তাকে মেরে ২’সপ্তাহ আগেই এখানে এনে ফেলে দেওয়া হয়েছে এমনটাই বলছে পুলিশ।
চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ আশ্রাফ উদ্দিন জানান, লাঁশটি শরীরের অবস্থা খুবই গুরুতর ছিল। মাথার চুল গলে পড়ে গিয়েছে। শরীরের দুটো আঘাতের চিহ্ন থাকলেও মরদেহটি গলিত হওয়ায় তা অস্পষ্ট হয়ে গিয়েছে। আমরা লাঁশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি মর্গে প্রেরণ করেছি।

আরও পড়ুন