খাগড়াছড়িতে নিখোঁজ কাঠ ব্যবসায়ীর সন্ধানের দাবিতে ফের বিক্ষোভ

NewsDetails_01

খাগড়াছড়িতে নিখোঁজ কাঠ ব্যবসায়ী মো.শফিকুল ইসলাম রাসেলের সন্ধানের দাবিতে ফের বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। একইসাথে তাকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছে বিক্ষোভ থেকে।

NewsDetails_03

আজ বুধবার বেলা সাড়ে ১০ টায় শহরের শাপলা চত্বর এলাকা থেকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জেলা শাখার ব্যানারে এ কর্মসুচির আয়োজন করা হয়। এতে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও নিখোঁজ রাসেলের স্বজন, এলাকাসীরাও অংশ নেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরের সামনে অবস্থান করে ঘন্টাব্যাপী ধরে বিক্ষোভ করেন।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, পাহাড়ি আঞ্চলিক সংগঠনগুলোর সশস্ত্র কর্মকান্ড, বেপরোয়া চাঁদাবাজি, অপহরণ, গুম খুনের কারনে সাধারণ মানুষ অতিষ্ঠ। নিখোঁজ শফিকুল ইসলাম রাসেলকে চাঁদাবাজি ও সাম্প্রদায়িক কারনে অপহরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। অবিলম্বে রাসেলকে মুক্তিসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। গত ৯ নভেম্বর গাছের বাগান দেখার উদ্দেশ্যে ঘর থেকে বের হন রাসেল। দীঘিনালা উপজেলার ৮ মাইল এলাকায় যাওয়ার পর থেকে আর খোঁজ মেলেনি তার।

আরও পড়ুন