খাগড়াছড়িতে কীটনাশকযুক্ত মশারি বিতরণ

NewsDetails_01

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের উদ্যোগে কীটনাশকযুক্ত মশারি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে মাটিরাঙ্গার মুসলিমপাড়া গ্রামে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মশারি বিতরণ করেন।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: খায়রুল আলম‘র সভাপতিত্বে কীটনাশকযুক্ত মশারি বিতরণী অনুষ্ঠানে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মো: রুহুল আমিন ও ব্রাকের স্বাস্থ্য পরিদর্শক তপন কুমার প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক বলেন, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে সরকারের নানা পদক্ষেপের কারণে দিন দিন পাহাড়ের মানুষ ম্যালেরিয়া থেকে অনেকাংশে মুক্ত। পাহাড়ে ম্যালেরিয়ার পূর্বের ভয়াভহতা এখন আর নেই। তবে ভয়াবহতা নেই ভেবে অবহেলা করলেও চলবে না।
এসময় তিনি ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখা, ঝোপ-ঝাড় কেটে ফেলা, ঘরের পাশে জমানো পানি এবং ময়লা-আবর্জনা না রাখার পরামর্শ দেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ৫‘শ ৩৭জনের মাঝে এ মশারি বিতরণ করা হয়।
এদিকে কর্মসূচীর আওতায় মাটিরাঙ্গা উপজেলায় প্রায় ত্রিশ হাজার কীটনাশকযুক্ত দীর্ঘমেয়াদী মশারি বিতরণ করা হবে বলে জানিয়েছেন ব্রাক স্বাস্থ্য কর্মসুচীর মাটিরাঙ্গা উপজেলা ব্যবস্থাপক মো: জসিম উদ্দিন।

আরও পড়ুন