খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত ২

NewsDetails_01

খাগড়াছড়িতে হরতাল
খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলার খবর আসার পর গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন।

পানছড়ির ওসি নূরুল আলম জানান, সোমবার বেলা সোয়া ১২টার দিকে পুজগাং নিচের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে স্থানীয় লোগান বাজারের চা দোকানি চিক্য চাকমা (৩২) ইউপিডিএফ কর্মী হিসেবে পরিচিত। আর সোহেল রানা (৩০) ওই এলাকায় শ্রমিকের কাজে ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের দোহাজারী এলাকায়।

NewsDetails_03

ওসি বলেন, “সিংহ মার্কা স্বতন্ত্র পার্থী নতুন কুমার চাকমার নির্বাচনী কার্যালয়ে সকালে হামলার খবর আসে। এর কিছুক্ষণ পর উত্তেজনা ছড়িয়ে পড়লে গোলাগুলিতে দুইজন মারা যান।”

ঘটনার পর পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে তিনি জানান।

ইউপিডিএফের প্রচার সম্পাদক নিরন চাকমার অভিযোগ, তাদের সংগঠন থেকে বেরিয়ে গিয়ে ‘ইউপিডিএফ গণতান্ত্রিক’ নামে আলাদা সংগঠন যারা খুলেছে তারাই নতুন চাকমার নির্বাচনী কার্যালয়ে হামলা করে।

ঘটনাস্থলে থাকা স্থানীয় একজন সাংবাদিক জানান, “নতুন চাকমার নির্বাচনী কার্যালয়ে ভাংচুর হয়েছে। ঘটনাস্থলে দুটি লাশ পড়ে রয়েছে।”

আরও পড়ুন