খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা

NewsDetails_01

বৈরি আবহাওয়ার মধ্যেও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের পক্ষ থেকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি’র নির্দেশনায় করোনা পরিস্থিতিতে দুর্ভোগে পড়া মানুষের পাশে দাড়িঁয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ রবিবার (৩ মে) সকালে লংগদু জোনের পক্ষ থেকে বামে লংগদু, করল্ল্যছড়িসহ বিভিন্ন দূর্গম এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ও বাড়িতে বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন সেনা সদস্যরা।

NewsDetails_03

লংগদু জোনের অধিনায়ক লে. কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী জানান, চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি’র নির্দেশনায় সৈনিকদের রেশন থেকে খাদ্য সামগ্রী বাচিঁয়ে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। সংকট মোকাবেলায় স্বাস্থ্য সর্তকতা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন।

লংগদু জোনের উদ্যোগে আজ ৪ শ ৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।

আরও পড়ুন