গণতান্ত্রিতক প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ায় একমাত্র উপায় জনগণ : আমির খসরু মাহমুদ চৌধুরী

NewsDetails_01

জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন , ক্ষমতায় যাওয়ায় একমাত্র উপায় জনগণ । আর জনগণের সমর্থন নিয়ে গণতান্ত্রিতক প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে হবে, না হলে সেটি গ্রহণযোগ্য হবে না।

বুধবার (২০ মার্চ) বিকেলে বান্দরবান জেলা বিএনপির আয়োজনে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক মামলায় কারাগার থেকে মুক্ত হওয়া নেতাকর্মীদের সংবর্ধণা ও এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এমন মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, একটি দখলদার নির্বাচনে বাংলাদেশের জনগণকে না যেতে বিএনপির যে আহবান ছিল বাংলাদেশের ৯৫শতাংশ মানুষ সেটি সমর্থন করেছে। এবারের নির্বাচনকে প্রত্যাখান করেছে, নির্বাচন প্রক্রিয়াকেও প্রত্যাখান করেছে। সে অবস্থায় জোর করে দখলদার সরকারের আজকে যারা ক্ষমতায় আছে ,তারা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত নই, তাদের রাজনৈতিক কোন বৈধতা নেই।

NewsDetails_03

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ এখন মুক্তি চাই ,তারা ভোট দিয়ে নির্বাচিত একটি সরকার দেখতে চায়।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, বর্তমানে একটি গোষ্ঠী, একটি দল ব্যাংক নিয়ন্ত্রণ করছে , বাজার নিয়ন্ত্রণ করছে , সব স্থানে চাঁদাবাজি করে দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি করছে। নিয়ন্ত্রণ নেই বাজার ব্যবস্থায়।

বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.জাবেদ রেজার সঞ্চালনায় এসময় জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম,জেলা বিএনপির সহ সভাপতি লুসাই মং, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক মামলায় কারাগার থেকে মুক্ত হওয়া ৩১জন দলীয় নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

আরও পড়ুন