চন্দ্রঘোনায় বিবাহ ও জেন্ডার উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

NewsDetails_01

রাঙামাটির পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রাম এর আয়োজনে বাল্য বিবাহ ও জেন্ডার উন্নয়ন বিষয়ক এক কর্মশালা ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনতাসির জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।

NewsDetails_03

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য আরশাদ আলী এরশাদ, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুনতাসির জাহান বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তিনি আরোও বলেন, নারীরা যতো বেশী শিক্ষিত হবে ততো বেশী বাল্য বিবাহের হার কমে যাবে, সরকার নারীর ক্ষমতায়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা।
কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, উন্নয়ন সংগঠনের প্রতিনিধি এবং গনণযমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন