থানছিতে কাল থেকে গঙ্গা পূজা

NewsDetails_01

বান্দরবানে থানচি উপজেলার শংঙ্খ নদীর তীরে প্রতি বছরের ন্যায় তিন দিন ব্যাপী গঙ্গা মায়ের স্নান ও পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাল বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পর্যন্ত এর আয়োজন চলবে।

NewsDetails_03

জানা যায়, সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব গঙ্গা স্নান ও পূজা এ বছরে নানা আয়োজনে থাকছে উৎসব মূখর পরিবেশে শোভাযাত্রা, গোধুলি লগ্নে শ্রী শ্রী গঙ্গাপূজার শুভাধিবাস, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, কীর্তন, গঙ্গা মায়ের পবিত্র স্নান ও সন্ধ্যা আরতি এবং মহা অন্নপ্রসাদ সহ মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান।

এই সময় সনাতন ধর্মাবলম্বী ছাড়াও মারমা, ত্রিপুরা, ম্রো, বম, খিয়াংসহ সকল জাতি সম্প্রদায়ের হাজারো পূর্নার্থী উপস্থিত থাকবে বলে জানিয়েছে গঙ্গা স্নান ও পূজা উৎযাপন কমিটির সভাপতি টিটু বিশ্বাস।

আরও পড়ুন