দীঘিনালায় ইউএনওকে দেখে পালিয়ে গেলো দোকানিরা

NewsDetails_01

খাগড়াছড়ির দীঘিনালার ছোট মেরুং বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে দোকানিদের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

NewsDetails_03

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ফাহমিদা মুস্তফা। এসময় দোকান বন্ধ করে ব্যাবসায়ীদের পালিয়ে যাওয়ার হিড়িক পরে। তারপরও মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী রাখায় তিনটি মামলায় দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেন, পবিত্র রমজান মাস ও বৈসাবি উৎসব উপলক্ষে মেরুং বাজারে গিয়েছিলাম বাজার মনিটরিং করতে। প্রায় সকল দোকান বন্ধ করে ব্যবসায়ীরা পালিয়ে গেলো। এসময় তিনটি মামলায় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী রেখে সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য সম্পাদনের জন্য মোট দেড় হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন