দীঘিনালায় সেনাবাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্পেইন

NewsDetails_01

খাগড়াছড়ির দীঘিনালার জনসাধারণকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন করেছে সেনাবাহিনী।

শনিবার (১২ নভেম্বর) সকালে দীঘিনালা ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের তত্ত্বাবধানে ও দীঘিনালা সেনা জোনের সার্বিক সহযোগিতায় উপজেলার জামতলী মানিকছড়ি হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লেঃ কর্নেল এহসানুল হক ভূইয়া।

NewsDetails_03

এ সময় আরও উপস্থিত ছিলেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল রুমন পারভেজ পিএসসি, দীঘিনালা ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের অফিসার ইনচার্জ মেজর তুহিন রহমান প্রমূখ।

ক্যাম্পেইনে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।আয়োজকরা জানান,এই অঞ্চলের গরিব ও দুস্থ জনগণের মাঝে উন্নত চিকিৎসা সেবা প্রদান করাই আমাদের মূল লক্ষ্য। ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রিতে ঔষধ প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

আরও পড়ুন