দীঘিনালায় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি সামগ্রী বিতরণ

NewsDetails_01

খাগড়াছড়ির দীঘিনালার ১৮ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১২ লক্ষ টাকার আইসিটি সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৭ মে (বৃহস্পতিবার) সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় ১৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিকট ল্যাপটপ, প্রজেক্টর ও প্রজেক্টর স্কিন হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম।

NewsDetails_03

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.তনয় তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) রাজু আহমেদ, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, একাডেমিক সুপারভাইজার জাইকা আবদুল্লাহ আল মামুন প্রমূখ।

হাজী মোহাম্মদ কাশেম বলেন, বর্তমান সরকার একটি শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে সরকার নানা কার্যক্রম হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন