দেশের মানুষ শান্তিতে নেই : বান্দরবানে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা

NewsDetails_01

বান্দরবানে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরীকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা
বান্দরবানে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরীকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা
দেশের মানুষ শান্তিতে নেই, সরকারের উচিৎ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা। তখন মানুষকে আর বিনা বিচারে জেল খাটতে হবে না, নিরপরাধ লোককে খুন, গুম করা বন্ধ হয়ে যাবে,দেশের মানুষ আইনের সু-শাসন ও ন্যায় বিচার পাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা যুবদল আয়োজিত সভায় বক্তারা শুক্রবার এসব কথা বলেন। শুক্রবার সকাল ১০টায় বান্দরবান শহরের চৌধুরী মার্কেটে জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী।
বান্দরবান জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ হারুনুর রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দীন চৌধুরী,সেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীর আলম,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস হায়দার রুশু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,জেলা সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান,যুবদলের যুগ্ন আহবায়ক শিমুল দাশ,যুবদলের সদস্য সচিব মোঃ শাহাদাৎ হোসেন জনি,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দৌলতুল কবির খান ছিদ্দিকীসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করি, শহীদ জিয়া ১৯৭৮ সালে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করে ছিলেন, বর্তমান সরকার জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রতিহিংসামূলক সাজা প্রদান করতে বিচারককে বাধ্য করছে। অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে প্রধান অতিথি,বিশেষ অতিথি,অনুষ্ঠানের সভাপতি জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন। এসময় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন