নাইক্ষ্যংছড়িতে জামায়াত সমর্থিতরাও দিচ্ছে ভোট !

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সদর ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে সহিংসতা ছাড়া অবাদ সুষ্ঠু নির্বাচন চলছে, এই নির্বাচনে বিএনপি ও জামায়েতের অনেক সমর্থককে ভোট দিতে দেখা গেছে।

আজ রবিবার সকাল ৮টা থেকে ১১টায় ইউনিয়নের ভোট কেন্দ্র গুলোতে দেখা যায়, নাইক্ষ্যংছড়ি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মহিলা ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে। পুরুষ ভোটেরাও স্বতস্ফুর্ত ভাবে ক্রমন্বয়ে ভোট দিয়ে যাচ্ছে।

উক্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ড,এনামুল হক জানান, সকাল থেকে ভোটাররা উৎসাহ উদ্দিপনার মাধ্যমে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। উক্ত কেন্দ্রে কোথাও কোন ধরনের সহিংসতা নেই বলেও তিনি জানান।

NewsDetails_03

এদিকে সদর ইউনিয়নের তাংগারা বিছামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেখা যায়, চিহ্নিত জামায়াত সমর্থিত বেশ কয়েকটি পরিবারের ভোটাররা ভোট প্রদানে উপস্থিত হয়।

তাদের মধ্যে একজন ৮০-৮৫ বছর বয়সী মোজ্জামেল হক সিকদার জানান, আমি বঙ্গবন্ধু আমলে রাজনীতিতে সক্রিয় ছিলাম এবং মুক্তিযোদ্ধাদের অনেক সহযোগিতাও করেছি। সন্তানেরা জামায়াত-শিবির রাজনীতির সাথে জড়িত ছিল, বিধায় এতো দিন তাদের কথায় চলতে হয়েছে। এবারে তারা কোন প্রকার বাঁধা বা চাপ সৃষ্টি করে নাই। সেই সুযোগে ভোট দিতে আসলাম, তবে কোথায় ভোট দেবো তা বলা যাবে না।

উক্ত কেন্দ্রেরপ্রিসাইডিং অফিসার ডা: প্রবীর দেব জানান, সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড ও ৩নং ওয়ার্ডে সকাল থেকে মহিলা ভোটাররা উৎসব মুখরিত ভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। এখানে ভোটারদের হৈ হুল্লা ছাড়া কোন প্রকার সহিংসতার আভাস পাওয়া যাচ্ছে না, সুশৃঙ্খল ভাবে ভোট চলছে।

আরও পড়ুন