নির্মিত হচ্ছে বান্দরবানে সদর উপজেলা জামে মসজিদ

NewsDetails_01

মসজিদটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
বান্দরবান সদর উপজেলা পরিষদ কার্যালয়ে আগত মুসল্লীদের নামাজ পড়ার সুবিধার্থে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে নির্মিত হচ্ছে একটি আধুনিক জামে মসজিদ ।
আজ শুক্রবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)বান্দরবান এর বাস্তবায়নে তেত্রিশ লক্ষ তিরানব্বই হাজার দুইশত টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট মসজিদটির ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামান,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি) বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মো:আবু তালেব চৌধুরী, ব্যবসায়ী অমল কান্তি দাশ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নোমান হোসেন ,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর,বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:গোলাম ছরোয়ার,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের কর্মকর্তারা জানায়,জেলা সদরের উপজেলা পরিষদ কার্যালয়ে আগত মুসল্লীদের নামাজ পড়ার সুবিধার্থে তেত্রিশ লক্ষ তিরানব্বই হাজার দুইশত টাকা ব্যয়ে ৪২০০ বর্গফুট এরিয়ার তিনতলা বিশিষ্ট এই মসজিদটি নির্মান হবে, আর এই মসজিদ নির্মাণ হলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আগত যে কোন মুসল্লী তাদের নামাজ সঠিক সময়ে পড়তে পারবে।

আরও পড়ুন