পার্বত্য অঞ্চলে শান্তির সুবাতাস বইছে : পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর

NewsDetails_01

১৯৯৭ সালের ২রা ডিসেম্বর শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলেই আজ পার্বত্য অঞ্চলে শান্তির সুবাতাস বইছে। চুক্তির সুফল স্বরুপ পার্বত্য এলাকায় একের পর এক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বান্দরবানের সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়ি পাড়ায় মারমা সম্প্রদায়ের নব বর্ষবরণ উৎসব সাংগ্রাই উৎসব উদ্ভাধনকালে আজ মঙ্গলবার বিকালে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, সদস্য কাঞ্চনজয় তংচঙ্গ্যা, সদস্য তিংতিং ম্যা মারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের সাবেক প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পাইহ্লাঅং মারমা, জামছড়ি পাড়া সাংগ্রাইং উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব উশৈসিং মারমা সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উহাইসিং মারমা ও মেসাইনু মারমা
উৎসবকে ঘিরে বিভিন্ন ধরণের গ্রামীণ খেলাধুলা, মারমাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও জলকেলি উৎসবে মেতে উঠে মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা। বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই জলকেলি উৎসবের মাধ্যমে পুরানো বছরের সকল দুঃখ গ্লাণী ধুয়ে মুছে নতুন বছরে নবোদ্যামে বাচাঁর স্বপ্ন দেখে থাকেন।
পরে উৎসবে বান্দরবানের মারমা শিল্পীগোষ্ঠী পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় হাজার হাজার স্থানীয়রা অনুষ্ঠান উপভোগ করে।

আরও পড়ুন