পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা

NewsDetails_01

করোনা সংকট মোকাবেলায় কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের সাহায্যে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে লংগদু সেনা জোনের আওতাধীন লংগদু, বারোবুনিয়া, মনপতি ও ভাইবোনছড়া গুচ্ছগ্রামে বসবাসরত পাহাড়ী বাঙ্গালী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

NewsDetails_03

সামাজিক দূরত্ব বজায় রেখে দূর্গম এলাকার বাড়িতে বাড়িতে এসব ত্রাণ সহায়তা পৌঁছে দেয় সেনাবাহিনীর সদস্যরা। বিতরণ করা ত্রাণ সামগ্রীর মাঝে চাল, ডাল, তেল, আটা, লবণ, পেয়াঁজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী রয়েছে।

লংগদু সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী জানান, করোনা মহামারীর শুরুর পর থেকে দেশের সংকটময় মুর্হুতে জনসাধারণের সেবায় এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। সংকটাপন্ন এ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশ ও জনগণের কল্যাণে যেকোন ত্যাগ ও সেবা দিয়ে যাবে বলে জানান তিনি।

আরও পড়ুন