বাঘাইছড়িতে বন্যার পরেই বেড়ে গেছে বিভিন্ন সবজির দাম

NewsDetails_01

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যার পরে নিত্য প্রয়োজনীয় সবজির দাম প্রতিদিনই বাড়ছে।

বুধবার (১৬ আগষ্ট) এখানে কচু ৯০ থেকে ১০০ টাকা কেজি, করলা ১০০ থেকে ১২০ টাকা কেজি, লাউ ১০০ থেকে ১৫০ টাকা পিস, বেগুন ১০০ থেকে ১২০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

NewsDetails_03

ক্রেতা আবদুর রহিম বলেন, বন্যার আগে সবজি দাম অনেক কম ছিল, এখন সবজির অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিতে হিমশিম খেতে হচ্ছে। উপায় না থাকায় বেশি দামে সবজি কিনতে বাধ্য হচ্ছেন।’

বিক্রেতা মান্নান বলেন বাঘাইছড়ি উপজেলায় বন্যা হওয়ার ফলে আমাদের অনেক সবজি গাছ নষ্ট হয়ে গেছে আমাদের অনেক টাকা ক্ষতি হয়েছে সামান্য কিছু আছে এগুলো বাজারে বিক্রি করতে আসলাম, আমরা সরকারি ভাবে কিছু সাহায্য পেলে নতুন করে সবজি উৎপাদনের উৎসাহিত হতাম।

সপ্তাহের একদিন বুধবার বাজার বসে, এই বাজার গুলোতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে অনেক সম্প্রদায়ির মানুষ এই বাজারে আসে কেউ ক্রয় করে অনেক বিক্রি করতে আসে, এখানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে অধিকাংশ সবজির দাম কেজিতে বেড়েছে ৪০থেকে ৫০ টাকা করে। ১০০ টাকা ছুঁয়েছে বেগুনের কেজি। সবজির দাম বাড়লে ও পাশাপাশি বেড়েছে মুরগি ও ডিমের দাম। মাছ, আলু, পেঁয়াজের দামেও পরিবর্তন আসেনি।

আরও পড়ুন