বান্দরবানে আরমান হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

NewsDetails_01

বান্দরবানে আরমান উদ্দীন হত্যা মামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগীর পরিবার।

আজ বৃহস্পতিবার (৩১ আগষ্ট) দূপুর ২টায় বান্দরবান শহরের প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে লিখিত বক্তব্যে নিহত পরিবারের সদস্যরা বলেন, চলতি বছরের ২ জুলাই আরমান উদ্দীন হৃদয় জেলা সদরের কাইচতলীর শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে তার স্ত্রী আনোয়ারা বেগম মুন্নি, স্থানীয় ইউ.পি সদস্য জসিম উদ্দীন মেম্বারের পরামর্শে এবং অন্যান্য সহযোগী এহছান উল্লাহ, মিজানুর রহমান, মোঃ শাকিল ও আনোয়ার হোসেনের যোগসাজশে পরিকল্পিত ভাবে হত্যা করে ঘরের আড়ের সাথে ঝুঁলিয়ে রাখে আরমান উদ্দিনকে। পরে পুলিশ আনোয়ারা বেগম মুন্নির বাবার বাড়ি থেকে আরমানের মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন সদর থানায় আসলে পুলিশ মামলা গ্রহন না করায়, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করলে আদালতের নির্দেশে ১৭ জুলাই সদর থানা মামলা রুজু করে।

NewsDetails_03

তারা আরো বলেন, হত্যা মামলা দায়ের হওয়ার ১ মাস ১৩ দিন হলেও পুলিশ কোন অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করে ভূক্তভোগীর পরিবারকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। ফলে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সদয় দৃষ্টি কামনা করেন।

মানববন্ধনে নিহত আরমান উদ্দীনের পিতা সৈয়দ আকবর, বোন উম্মে হাফসাসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন