বান্দরবানে কোভিড-১৯ উত্তরণে ওষুধ ব্যবসায়ীদের করণীয় শীর্ষক কর্মশালা

NewsDetails_01

কোভিড-১৯ উত্তরণে বান্দরবানে ওষুধ ব্যবসায়ীদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে বান্দরবান পৌরসভা মিলানায়তনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় ।

এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা সিভিল সার্জন ডা: অংসুই প্রু, পৌর মেয়র মো: ইসলাম বেবী, বান্দরবান আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, মেডিকেল অফিসার মো: আলমগীর, বান্দরবান কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধরণ সম্পাদক শিমুর দাশ ।

NewsDetails_03

এ সময় ক্রেতাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা, পরিস্কার-পরিচ্ছন্নতা থাকার বিষয়ে আলোকপাত করা হয় । এছাড়াও কোভিড ১৯ আক্রান্ত রোগীর সম্পর্কে তথ্য বিশেষ নম্বরে জানানোর জন্যও বলা হয় । এর আগে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে কীভাবে কোভিড ১৯ সংক্রমণ হয় এবং এর থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটা দেখানো হয় ।

এ সময় বান্দরবান জেলা সিভিল সার্জন অংসুই প্রু জানান, অনেক রোগী ওষুধ কেনার জন্য ফার্মাসিগুলোতে যায় । এ সময় ওই ওষুধ বিক্রেতাও কোভিড ১৯ এ আক্রান্ত হতে পারেন । তাই প্রত্যেককে নিরাপদ দূরাত্ব বজায় ওষুধ বিক্রি করতে হবে, থাকতে হবে পরিস্কার পরিচ্ছন্ন ।

কর্মশালায় বান্দরবান জেলা সদরের বিভিন্ন ওষুধের দোকানের মালিক উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন