বান্দরবানে পর্যটকবাহী গাড়ীর ভাড়ায় ২০% ছাড় ঘোষনা

NewsDetails_01

বান্দরবানে ভ্রমনে আসা দেশি বিদেশি পর্যটকদের আরো আধুনিক মানের সেবা প্রদান ও ভ্রমনে সহায়তা করার জন্য কাল মঙ্গলবার থেকে ২০% ছাড় ষোষনা করা হয়েছে।
আজ সোমবার দুপুর ২ টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে প্রায় ২৮লক্ষ টাকা ব্যয়ে জেলা শহরের দোয়েল চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নবনির্মিত যাত্রী সেবা কেন্দ্রের উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পরে দোয়েল চত্বরে যাত্রী সেবা কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,জোন কমান্ডার লে:কর্নেল মো:রায়হানুল রশীদ সিদ্দিকি ,(পিএসসি), মাইক্রো- জীপ ও পিকাপ মালিক সমিতির সভাপতি নাছিুরুল আলমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্ধরা।
সভায় বান্দরবানে ভ্রমনে আসা দেশি বিদেশি পর্যটকদের আরো আধুনিক মানের সেবা প্রদান করার জন্য মঙ্গলবার হতে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত পর্যটকবাহী গাড়ীর ভাড়ায় ২০%ছাড় ও ঈদুল ফিতরের বন্ধ সময়কালীন পর্যন্ত ২৫% ছাড় দেওয়ার ঘোষনা প্রদান করেন মালিক সমিতি।

আরও পড়ুন