বান্দরবানে পর্যটক বাসে সন্ত্রাসীদের গুলিতে আহত ২

NewsDetails_01

বান্দরবানের রুমা উপজেলা থেকে রাজস্থলী পোয়াইতি মুখ পাড়া এলাকার শনিবার সন্ধ্যা সাতটার দিকে ১৯ জন পর্যটক ভ্রমণ শেষে ফেরত আসার পথে রাঙ্গামাটি-বান্দরবান সড়কের গলাচিপা নামক স্থানে পৌঁছালে জেএসএস(মুল) সশস্ত্র সন্ত্রাসী কর্তক অতর্কিত গাড়ি লক্ষ্য করে ১৪০ থেকে ১৫০ রাউন্ড গুলি ছোড়ে।

এতে গাড়ির মধ্যে এলোপাথাড়ি গুলিতে য়‌ইসিং‌নু মারমা ও মেহাইসিং মারমা নামক দুইজন মহিলা আহত হয়। পরে গাড়ি কিছুদূর এগিয়ে গিয়ে সবাই গাড়ি থেকে নেমে যে যার মতো বাঙ্গালহালিয়া বাজারে আশ্রয় গ্রহণ করে। বর্তমানে আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছে। বেঁচে যাওয়া বাকি পর্যটকরা বাঙ্গালহালিয়া এলাকায় হতে অন্য একটি গাড়ি রিজার্ভ করে এখন তারা রাজস্থলী পোয়াতি মুখ চলে যায়। সেনাবাহিনী উক্ত এলাকায় ইতিমধ্যে টহল প্রদান করেছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

NewsDetails_03

আহত মহিলাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খৃষ্টান হাসপাতলে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে, ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়ন করা হয়েছে।

আরও পড়ুন