বান্দরবানে পাগড়ি প্রদান অনুষ্ঠান

NewsDetails_01

বান্দরবানে কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানার ছাত্রদের দস্তারে ফজিলত (পাগড়ি প্রদান) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (০৬ মে) দুপুরে গাউসিয়া কমিটি বাংলাদেশ এর বান্দরবান জেলা শাখার অয়োজনে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে গাউসিয়া কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ আছহাব উদ্দীন চৌধুরী এর সভাপতিত্বে পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, গাউসিয়া কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনারসহ গাউসিয়া কমিটি বান্দরবানের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্ধ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

এসময় বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের আমলে দেশের প্রতিটা মানুষ নিজ নিজ ধর্মের ধর্মীয় স্বাধীনতা পাচ্ছে।

এসময় তিনি আরো বলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ করোনা ভাইসারের সময় যেভাবে দেশের মানুষের বিপদে এগিয়ে এসেছিল তা সত্যি অনুকরণীয়, বাংলাদেশে গাউসিয়া কমিটির কার্যক্রম সত্যি প্রশংসনীয়। এসময় তিনি কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানার ছাত্রদের দস্তারে ফজিলত (পাগড়ি প্রদান) কার্যক্রমকে স্বাগত জানান এবং সবাইকে ধর্মীয় শিক্ষায় শিক্ষীত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করার আহবান জানান।

শেষে কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানার ৩জন ছাত্রকে পাগড়ি ও সনদপত্র প্রদান করা হয়।

আরও পড়ুন