বান্দরবানে পুকুর ও মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

NewsDetails_01

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে প্রাতিষ্ঠানিক পুকুর ও মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

আজ ৩০ আগস্ট (বুধবার) সকালে বান্দরবান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

NewsDetails_03

এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) নার্গিস সুলতানা,জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়সহ প্রমুখ।

এসময় প্রথমে বান্দরবান সদর উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয় এবং পরবর্তীতে মেঘলা পর্যটন লেক, পুলিশ লাইন পুকুর, ফায়ার সার্ভিস পুকুরসহ সর্বমোট ১৮টি প্রাতিষ্ঠানিক পুকুর ও মুক্ত জলাশয়ে ২৩-২৪ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় মোট ২১০কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।

আরও পড়ুন