বান্দরবানে পৌর কমিশনার শেখরসহ নতুন আক্রান্ত ৮ : মোট আক্রান্ত ৭১ জন

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলায় পৌর কমিশনার শেখর দাশসহ এবার নতুন ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর এনিয়ে জেলার ৭টি উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭১জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা এখন সদর উপজেলায়।

আজ মঙ্গলবার (৯ জুন) রাত ১১ টা ৩৭ মিনিটে জেলার সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা পাহাড়বার্তা’কে এ তথ্য জানান।

NewsDetails_03

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলা সদরে নতুন আক্রান্তরা হলেন, মোহাম্মদ হোসেন, আব্দুল্লা আল সফি,আহমুদুল হক, আনিছুর রহমান,মোয়াইম্যা উলিম,থংচ প্রু মার্মা, আয়েশা আক্তার, সৌরভ দাশ ও লামা উপজেলার ফাঁসিয়াখালির সাইফুল করিম।

প্রসঙ্গত,পৌর কমিশনার শেখর দাশ নমুনা পাঠানোর ১৭ দিনের মাথায় করোনা আক্রান্তের প্রতিবেদন পেলেন আজ, অন্যদিকে করোনা আক্রান্ত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম এর সর্বশেষ নমুনা পরীক্ষার প্রতিবেদনে আজ করোনা মুক্ত হলেন ।

বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা আরো জানান, এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন, জেলায় করোনা নিয়ে এখনো কোন ব্যক্তির মৃত্যু হয়নি।

আরও পড়ুন