বান্দরবানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাগানো হচ্ছে গাছের চারা

NewsDetails_01

পরিবেশ রক্ষা এবং সেই সাথে পার্বত্য এলাকার সৌন্দর্য্য বৃদ্ধিতে বান্দরবানে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান।

বান্দরবান বন বিভাগ, আরণ্যক ফাউন্ডেশন ও তহজিংডং এর সহযোগিতায় বান্দরবান কেরানিহাট সড়কের হলুদিয়া এলাকায় বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাগানো শুরু হয়েছে কৃষ্ণচূড়া, বইলাম, গর্জন, চম্পা, বটসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা।

NewsDetails_03

শনিবার (২৪ জুন) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন।

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ^াস,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারন সম্পাদক মিনারুল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বান্দরবানকে সাজাতে বিভিন্ন পয়েন্টে আরো বিভিন্ন বৃক্ষ লাগাতে হবে। বৃষ্টি শুরুর সাথে সাথে নতুন নতুন বৃক্ষের চারা রোপন এবং সেগুলো যত্ন নেয়ার প্রয়োজনীয়তার কথা বলে পাবর্তমন্ত্রী আরো বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি নির্দিষ্ট এলাকা জুড়ে বিভিন্ন ওষধি গাছের চারা রোপন করতে হবে, যাতে সেই ওষধি চারা সর্ম্পকে শিক্ষার্থীরা আরো অধিক জ্ঞান অর্জন করতে পারে এবং বিভিন্ন এলাকা থেকে ভ্রমনে আসা পর্যটকরা সেই ওষধি বাগান দেখে নতুন অভিজ্ঞতা লাভ করে।

আরও পড়ুন