বান্দরবানে সন্দেহভাজন ২ কেএনএফ সদস্য কারাগারে

NewsDetails_01

বান্দরবানের থানচি উপজেলায়, ব্যাংক ডাকাতি ও হামলার ঘটনায় সন্দেহ ভাজন আরও ২ কেএনএফ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২ টা ৩০ মিনিটে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইনের আদেশের প্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় তাদের।

আসামিরা হলেন, বান্দরবান সদরের ৪নং সুয়ালক ইউপির ৬ নম্বর ওয়ার্ড ফারুক পাড়া এলাকার লাল টুয়ান বমের ছেলে টাইসন বম (২৩) ও সানকিম বমের ছেলে ভান খলিয়ান বম (৩৭)।

NewsDetails_03

আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, থানচিতে ব্যংক ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় দুই জন আসামিকে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশের প্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় তাদের।

আদালতের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) পিয়েল পালিত বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

প্রসঙ্গত, এ ঘটনায় জেলার রুমা ও থানচি থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের বিভিন্ন ধারায় ৯টি মামলা দায়ের করা হয়। অভিযানে যৌথবাহিনী বাহিনী এ পর্যন্ত ২০ জন নারীর সহ ৭৩ জনকে আটক করলে ৬৫ জনকে জেল হাজতে প্রেরণ করে।

আরও পড়ুন