বান্দরবানে ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত মারমা এসোসিয়েশন ভবনের উদ্বোধন

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে এক কোটি টাকা ব্যয়ে বান্দরবান পৌরসভা এলাকায় ২নং ওয়ার্ডের হটিকালচার এলাকার পাশে নবনির্মিত বাংলাদেশ মারমা এসোসিয়েশন ভবনের উদ্বোধন করছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ ১৬ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
পরে উদ্বোধন উপলক্ষ্যে ভবনের হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়।

এসময় সহকারী পুলিশ সুপার মো.আমজাদ হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, পৌরসভার মেয়র মোহাম্মদ সামসুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, কাঞ্চন জয় তংচঙ্গ্যা, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,বাংলাদেশ মারমা এসোসিয়েশন সভাপতি মংচিনু মারমা,সেক্রেটারী জুড়িমং সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, পার্বত্য এলাকা এখন স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। পুরো পার্বত্যঞ্চলকে সাজাতে সবাইকে সহযোগিতা করতে হবে।

এসময় তিনি আরো বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকার দেশকে যেভাবে উন্নয়ন করছে এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে যেভাবে সাহায্য সহযোগীতা অব্যাহত রেখেছে তা অন্য কোন সরকার কোনদিন করেনি আগামীতে ও করবেনা।

পার্বত্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশে এগিয়ে যাচ্ছে আর দেশের জনগণ সুখে শান্তিতে বসবাস করছে।

আরও পড়ুন