বান্দরবান সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা মুঠোফোনে

NewsDetails_01

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বান্দরবান সদর হাসপাতাল মুঠোফোনে সরকারি স্বাস্থ্য সেবা চালু করেছে । এ জন্য চিকিৎসকদের ৫টি মুঠোফোন নম্বর সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রোগীরা এসব নম্বরে ফোন করে রোগের ধরন বুঝে চিকিৎসাসেবা (ব্যবস্থাপত্র) নিতে পারবেন ।
নম্বরগুলো হলো হল-০১৬৭৪৭৪৮৯৯৪, ০১৭৩৪০৩৫৩৫৭, ০১৭৮৮৮৯০১০৪, ০১৬৭১৯৯৯৬৫০, ০১৭৯১২৫৯২৫২ ।

NewsDetails_03

হাসপাতাল সূত্রে জানা যায়, সর্দি, হাঁচি, কাশি ও জ্বর নিয়ে প্রায়ই রোগীরা সদর হাসপাতালে আসছেন । তাঁদের প্রতিনিয়ত স্বাস্থ্যসেবা দিতে হচ্ছে । হাসপাতালে যেসব রোগী আসছেন, তাঁরা সাধারণ নাকি করোনাভাইরাসের রোগী, তাও বোঝার উপায় নেই । তাই হাসপাতারে আসা সকলকে নিরাপদ রাখতে হাসপাতাল কর্তৃপক্ষ এই সেবা চালু করেছে ।

জেলা সিভিল সার্জন অংসুই প্রু জানিয়েছেন, যানবাহন বন্ধ থাকায় অনেক রোগী হাসপাতালে সেবা নিতে আসতে পারছেন না । স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা হটলাইন সেবা চালু করেছি । যে কেউ যে কোন সময় ফোন করে এই সেবা নিতে পারবেন ।

আরও পড়ুন