বান্দরবান-৩০০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবান-৩০০ আসনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র মনোনয়পত্র জমা দিয়েছেন দলীয় নেতা-কর্মী এবং জনপ্রতিনিধিরা।

রবিবার (১৯ নভেম্বর) বিকালে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র এর পক্ষে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে এ মনোনয়পত্র জমা দেওয়া হয়।

NewsDetails_03

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র শামসুল ইসলাম ও লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম।
এর আগে গতকাল শনিবার সকাল ১০ টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলীয় নেতা কর্মী ও জনপ্রতিনিধিরা। এছাড়াও ওই সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী।

এদিকে বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী জানান, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে মন্ত্রী বীর বাহাদুর এমপিকে মনোনীত করা হয়। তার পক্ষেই মনোনয়নপত্র সংগ্রহ করে এরইমধ্যে কেন্দ্রীয়কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, বীর বাহাদুর বান্দরবান-৩০০ আসনের ছয়বারের নির্বাচিত সাংসদ। আশা করি বিপুল ভোটে জয়ী হয়ে সপ্তমবারের মতো জাতীয় সংসদে বান্দরবানের প্রতিনিধিত্ব করবেন তিনি।

আরও পড়ুন