বিশ্বজুড়ে ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট পরিষেবা!

NewsDetails_01

বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীরা আগামী ৪৮ ঘণ্টা ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। ‘কি ডোমেইন’ সার্ভারের রুটিন মেরামতের কারণে আগামী দুইদিন সারাবিশ্বে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন ব্যবহারকারীরা। বৃহস্পতিবার রাশিয়া টুডে’র এক প্রতিবেদেন বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ওই প্রতিবেদনে বলা হয়, উপরোক্ত সময়ে সার্ভার সমস্যার কারণে ওয়েব পেজ খোলায় সমস্যা হবে। এ কারণে ব্যাহত হতে পারে ইন্টারনেটভিত্তিক সব ধরনের লেনদেন। ইন্টারনেট সেবা একেবারে বন্ধও হয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।

ইন্টারনেটের অ্যাড্রেস বুক বা ডোমেন নেম সিস্টেমকে (ডিএনএস) সুরক্ষিত রাখার জন্য যে ‘ক্রিপটোগ্রাফিক কি’ রয়েছে, তা বদলানোর জন্য দি ইন্টারনেট কর্পোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন)- এ মেরামতের কাজ করবে। ৪৮ ঘণ্টা পর ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

NewsDetails_03

এ ব্যাপারে কমিউনিকেশন রেগুলেটরি অথরিটি (সিআরএ) জানিয়েছে, ‘স্থায়ী, নিরাপদ ও নির্বঘ্ন ইন্টারনেট সেবা দেওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

‘অনেক ব্যবহারকারী ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আপিএস) যদি এই পরিবর্তনের জন্য প্রস্তুত না থাকে তাহলে এই পদক্ষেপের ফলে কিছু ব্যবহারকারী সমস্যায় পড়তে পারে। তবে উপযুক্ত সিস্টেম সিকিউরিটি সম্প্রসারণের মাধ্যমে তারা এই সমস্যা এড়াতে পারবে।’

আইসিএএসএস প্রাথমিকভাবে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন ‘কী’ রিপ্লেসমেন্ট প্রসেসের সময় কিছু সমস্যা তৈরি হবে। ডিজিটাল ইকোনোমিক স্পেশালিস্ট আরসেনি শেলস্টেইন জানিয়েছেন, ‘এখানো ভয়ের কিছু নেই। মেইন সফটওয়্যার এরই মধ্যে সফলভাবে আপডেট করা হয়েছে।’

ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় ক্রমবর্ধমান হুমকির মুখে ক্রিপটোগ্রাফিক কী পরিবর্তন খুবই জরুরি হয়ে পড়েছে বলেও জানিয়েছে বিশেষজ্ঞরা।

আরও পড়ুন