বোমাং রাজার সনদ জালিয়াতি, বান্দরবানে প্রাথমিকের চাকরি হারালেন ৯ জন

NewsDetails_01

বান্দরবানে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগে বোমাং রাজার স্থায়ী বাসিন্দার সনদ জালিয়াতির দায়ে ৯ জনের প্রার্থিতা বাতিল করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

যাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে- স্থায়ী বাসিন্দার সনদ জালিয়াতির দায়ে বান্দরবান জেলা শহরের আর্মি পাড়ার আইরিন আক্তার মিতু, সুয়ালক বাজারের তারিখুজ জামান, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুমের রহিমা বেগম, ধুংরী হেডম‍্যান পাড়ার হ্নায়ামং মারমা, নাইক্ষ্যংছড়ির মসজিদ গোনার অত্রী দাশ ও লামা উপজেলার সরই ইউনিয়নের নাহিদ সুলতানা, লামার হেডম‍্যান পাড়ার মো. সাইফুল ইসলাম, লামার বরইতলী এলাকার মোহাম্মদ রহিম উদ্দিন, রুমা উপজেলার নঈম মাহমুদ শাওনের বাতিল করা হয়েছে।

NewsDetails_03

শুক্রবার (৪ নভেম্বর) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক‍্য শৈ হ্লা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্যে জানা যায়।

গত ২৭ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত বাছাইকৃত ৯ জন প্রার্থীর স্থায়ী বাসিন্দার সনদ জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের প্রার্থিতা বাতিল করা হলো।

জানা যায়, সম্প্রতি পার্বত্য বান্দরবান জেলা পরিষদে ন্যস্ত প্রাথমিক শিক্ষা বিভাগের নিয়োগ পরীক্ষায় ২৭৬ জন চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়। তবে ৯ জনের বিরুদ্ধে বোমাং রাজার সনদ জালিয়াতির অভিযোগ উঠে । পরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নিয়োগ কমিটি অভিযোগগুলো যাচাই-বাছাইয়ের পর ৯ জনের প্রার্থিতা বাতিলের সুপারিশ করে।

আরও পড়ুন