ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বীর বাহাদুর

NewsDetails_01

যথাযোগ্য মর্যাদায় বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে ফুল ও ভালবাসায় সিক্তকরণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

মন্ত্রী বীর বাহাদুর তদানিন্তন পাকিস্তানি শাসকগোষ্ঠীর গুলিতে নিহত শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। ভোরে প্রভাত ফেরী র‌্যালীর মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। সকল পেশা শ্রেণির মানুষ প্রভাত ফেরীতে অংশ নেন।

NewsDetails_03

এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী উপস্থিত থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এছাড়া বান্দরবানের সিভিল সার্জন কার্যালয়, উন্নয়ন বোর্ড, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে শহীদ মিনার এলাকায়। সকলের কন্ঠে সমস্বরে ধ্বনিত হয় ‌‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’।

আরও পড়ুন